মাদারীপুরে ১২-১৫ টি বানরকে খাবারে বিষ মিশিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধিঃ
বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুরতা আমাদের দেশে নতুন কিছু নয়। কিন্তু বানরের উৎপাত থেকে বাঁচতে খাবারে বিষ মিশিয়ে বানর নিধন করার ঘটনা নিষ্ঠুরতার ইতিহাসে খুবই মর্মান্তিক একটি ঘটনা। যা ঘটেছে মাদারীপুরে। এখানে একটি বা দুটি বানর নয় অন্তত ১২- ১৫টি বানরকে খাবারের সাথে বিষ মিশিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মধ্যখাগদী এলাকা থেকে মৃত অবস্থায় বানরগুলোকে উদ্ধার করে স্থানীয় কয়েকজন তরুণ। পরে সন্ধ্যার পরে তারা বানরগুলোকে একটি খাল পাড়ে মাটি খুঁড়ে চাপা দেয়।
স্থানীয়দের সূত্র জানায়, বানরের খাবরের তীব্র সংকট দেখা দেওয়ায় বানরগুলো দলে দলে ভাগ হয়ে লোকলয়ে বসবাস শুরু করে। এর মধ্যে কিছু বানরকে স্থানীয়রা স্বেচ্ছায় সকাল-বিকেল খাবার দেয়। তবে কিছু অভক্ত বানর খাবার না পেয়ে তারা কিছু লোকের বাড়িতে প্রায়ই হানা দেয়। কখনো কখনো ঘরে ভিতরে প্রবেশ করে খাবার ছিনিয়ে খায়। বানরের উৎপাত সহ্য করতে না পেরে অনেকেই বানরগুলোকে লক্ষ করে ইট-পাটকেল ছুঁড়ে মারলে বানরগুলো ভয়ে পালিয়ে যায়। কিন্তু মঙ্গলবারের দিনটি ছিল ভিন্ন। সকাল থেকেই খাবারের আশায় বানরগুলো উপদ্রব বাড়তে থাকে মধ্য খাগদী এলাকায়। এখানকার কয়েকজন বাসিন্দা বানরের উৎপাত থেকে বাঁচতে খাবারে বিষাক্ত জাতীয় কিছু মিশিয়ে খাবার দিলে সে খাবার খেয়ে বানরগুলো মুমূর্ষু অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। বিকেল সাড়ে ৫টার দিকে বানরের মুখ থেকে রক্ত বের হতে দেখে স্থানীয় কয়েকজন যুবক বানরের সামনে গিয়ে পানি খাওয়ানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর সব বানরগুলো মারা গেলে তারা বানরগুলোকে একটি খাল পাড়ে নিয়ে যায়। পরে দুগন্ধ ছড়ানোর ভয়ে স্থানীয়রা বানরগুলোকে মাটি খুঁড়ে চাপা দেয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে খাবারে বিষ দিয়ে বানর নিধনের খবর শুনে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানতে চাইলে জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত মুঠোফোনে বলেন, ‘আমরা আজও বিকেলে বানরদের খাবার দিয়েছি। গত তিন মাস ধরে খাবার দেয়া হচ্ছে। খাবারের কোন সমস্যা নেই। কিন্তু যারা বিষ প্রয়োগ করে বানরগুলোকে মেরেছে তারা জঘন্যতর অপরাধ করেছেন। রাতে আমাদের বন বিভাগের লোক ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। যা এ কাজটি করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব। এছাড়া আমি বিষয়টি স্থানীয় এমপি শাজাহান খান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করেছি।’
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, বানর হত্যাকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার জন্য বনবিভাগকে বলা হয়েছে। আশাকরি আজ রাতেই মামলা রুজু হবে। তিনি দোষীদের সনাক্তে তথ্য দেয়ার জন্য আহ্বান জানান