মাদারীপুরে ১১ ডিসেম্বর শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে ১১ ডিসেম্বর। ক্যাম্পেইন কার্যক্রম চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। বুধবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুর সিভিল সার্জণ ডা. মুনীর আহম্মদ খান।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জণ জানান, এবার ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৬শ’ ১৭ শিশুকে ১টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৫১ হাজার ৫শ’ ৩৩ শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৪টি উপজেলায় ১ হাজার ৫শ’ ৪টি কেন্দ্রে ভিটামিন এ খাওয়ানো হবে। এছাড়া মোবাইল সেবার মাধ্যমে অতিরিক্ত ১২টি কেন্দ্র রাখা হয়েছে। এতে ৩ হাজার ৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এই ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশুরা রাতকানা থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি ভালো রাখাসহ শিশু মৃত্যুর হার কমবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।