মাদারীপুরে হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে ব্যবসায়ী আউয়াল মাতুব্বরকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা। বুধবার দুপুরে সদর উপজেলার পাঁচখোলা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে গত শনিবার রাত ১টার দিকে দোকান থেকে ডেকে নিয়ে আউয়াল মাতুব্বরকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল মাতুব্বর বাদী হয়ে সদর মডেল থানায় ৫১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তাদের বিচারের দাবি জানিয়ে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করেন নিহতের স্বজন ও এলাকাবাসি। ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে এতে অংশ নেয় সহ¯্রাধিক মানুষ।
নিহত আউয়ালের মেয়ে আকলিমা বেগম বলেন, ‘আমাদের একটাই দাবি আমার বাবারে যারা নিষ্ঠুর ভাবে কোপাইয়া মারছে তাদের ফাঁসি চাই। পুলিশ যেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনে। খুনিরা যেন কেউ দেশ থিকা পালাইয়া যাইতে না পারে।’
এ সম্পর্কে মাদারীপুর সদর মডেল থানার পরির্দশক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনার পর থেকেই অভিযুক্ত কেউ এলাকায় নেই। তাদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতমধ্যে এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করছি আমরা মূল অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারবো।