মাদারীপুরে সড়কের ফলক থেকে মুক্তিযোদ্ধার নাম মুছে ফেলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে সড়কের নামফলক থেকে মুক্তিযোদ্ধার নাম মুছে ফেলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়। সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জাতীয় পতাকা ও লাল নিশান হাতে নিয়ে অর্ধশত মুক্তিযোদ্ধা এতে অংশ নেন। এ সময় তারা সড়কের নামফলকে মুক্তিযোদ্ধার নাম নতুন করে সংযোজন ও দোষীদের বিচারের দাবী জানান।
গত ২৩ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন খাগদীতে একটি সড়কে বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো আব্দুল গফুর খান সড়কের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের পেসিডিয়াস সদস্য শাজাহান খান। পরে রাতের আধাঁরে সেই নামফলক থেকে মুক্তিযোদ্ধার নাম মুছে ফেলে দুর্বৃত্তরা। এরই প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবীতে জেলার মুক্তিযোদ্ধারা আয়োজন করেন এই মানববন্ধনের। এ সময় মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, সৈয়দ আবুল বাশার, শেখ বজলুর রশীদ, জাহাঙ্গীর হোসেন, এসকেনদার আলী মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।