মাদারীপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে দুই স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাঁধা দিতে এলে পিটিয়ে আহত করা হয় নারীসহ ৩ জনকে।
ভুক্তভোগী পরিবার জানায়, মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার পশ্চিম ছিলারচর গ্রামে প্রথমে স্বর্ন ব্যবসায়ী উত্তম কুমার পালের বাড়িতে ভবনের পেছনের দরজার লক ভেঙ্গে নিচতলার ঘরের ভেতর প্রবেশ করে ১০-১৫ জনের একটি ডাকাত দল। পরে দেশীয় অস্ত্রের মাধ্যমে জিম্মি করে পরিবারের লোকজনকে রশি দিয়ে বেঁধে ফেলে দুর্বৃত্তরা। এ সময় বাঁধা দিতে এলে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয় বাড়ির কর্তা উত্তম কুমার পালকে। পরে আলমীরা ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে ডাকাতরা। পরিবারের চিৎকারে ভবনের দোতলা থেকে (ভবন মালিক) স্বর্ণ ব্যবসায়ী রনজিৎ দেবনাথ নেমে আসলে তাদের একইভাবে বেঁধে নিচে রেখে দোতলায় প্রবেশ করে ডাকাতরা। এসময় ডাকাতরা সিন্দুক ও আলমীরার চাবি না দেয়ায় পিটিয়ে আহত করা হয় নারীসহ দুইজনকে। পরে সিন্দুক ও আলমীরা ভেঙ্গে স্বর্ণ ব্যবসায়ী রনজিৎ দেবনাথের ঘর থেকে ১২ ভরি স্বর্ণ, নগদ ৬ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সেলিম সরদার বলেন, ঘটনাস্থল শরিয়তপুরের সীমানাবর্তী এলাকা হওয়ায় ঘটনাস্থলে পুলিশ যেতে একটু বেগ পেতে হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।