মাদারীপুরে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি :
মেধা বিকাশে স্কুলভিত্তিক দাবা খেলা ছড়িয়ে দিতে মাদারীপুরে শুরু হলো ‘স্কুলভিত্তিক দলগত দাবা’ প্রতিযোগিতা। মঙ্গলবার সকালে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। মাদারীপুর জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে প্রতিযোগিতায় অংশ নেয় জেলার ১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) চাইলাউ মারমা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান খান ও প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী আন্তজার্তিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। প্রতিযোগিতায় ১৮টি বিদ্যালয়ের প্রতি দলে ৬ জন করে মোট ১ শ ৮ জন প্রতিযোগি অংশ নেয়। এদের মধ্যে থেকে একটি দল বিভাগীয় পর্যায়ে অংশ নিবেন। বুধবার বিকেলে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরীপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক ত্রিনাথ দাস।