মাদারীপুরে সার মজুদের অভিযোগে ডিলারকে ১৫ দিনের কারাদন্ড

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের এক সার ও বীজ ব্যবসায়ীকে অবৈধভাবে সার মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে ৩০ হাজার টাকা অর্থদন্ডসহ ১৫ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারের সার ও বীজের পরিবেশক জগদীশ কুন্ডু ট্রেডার্সের মালিক সদানন্দ কুন্ডুকে এই দন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.মাঈনুদ্দিন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মো. মাঈনুদ্দিন জানিয়েছেন, মস্তফাপুর বাজারের ব্যবসায়ী ও সরকারি সার ডিলার জগদীশ কুন্ডু ট্রেডার্সের মালিক সদানন্দ কুন্ডু চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সংকট সৃষ্টি করে তার গুদামে অবৈধ ভাবে ৮ শ ২৭ বস্তা ইউরিয়া, ডিএসপি ও পটাশ সার মজুদ করে রেখেছিল। বাজারে সার সংকট দূর করতে সোমবার রাত ৯টার দিকে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ওই ব্যবসায়ীর গুদাম থেকে ৮ শ ২৭ বস্তা সার জব্দ করে। অবৈধ সার মজুদের অভিযোগে সদানন্দ কুন্ডুকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা অর্থদন্ডসহ ১৫ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।