মাদারীপুরে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় হিন্দু নেতাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে হিন্দু নেতাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর মডেল থানা চত্ত্বরে এই সভা হয়। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু জোট, হিন্দু-বৌদ্ধ খিষ্টান পরিষদের নেতাদের পাশাপাশি বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এ সময় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কুচক্রি মহল গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বসতঘর ভাংচুর করেছে। কয়েকটি স্থানে ঘরবাড়ি জ¦ালিয়ে দিয়েছে। হিন্দু-মুসলিম সম্পর্ক নষ্ট করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। এসব মহলকে সামাজিকভাবে আন্দোলনের মাধ্যমে বিনাশ করতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবন্ধ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। ধর্মের নাম ব্যবহার করে কিছু উশৃঙ্খল মানুষ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সবাইকে সতর্ক থাকার পাশাপাশি কোন অপ্রীতিকর পরিস্থিতি যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেজন্য তাৎক্ষনিক পুলিশের সেবা নেয়ার আহবান জানান।
মত বিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল, বাংলাদেশ জাতীয় হিন্দু জোট জেলা শাখার সভাপতি নন্দ দুলাল সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কৃষ্ণ দে, মন্দির কমিটির নেতাসহ বিভিন্ন হিন্দুু সংগঠনের নেতারা।