মাদারীপুরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী শিক্ষক সজল কুমার সুত্রধরের উপর বর্বরোচিত হামলার ঘটনায় জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের শতাধিক শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষকরা জানান, রবিবার রাত ৯টার দিকে শহরের কলেজ রোড ও আমিরাবাদ এলাকার দু‘গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালীন সজল কুমার সুত্রধর ও অফিস সহকারী সুমন আহমেদ স্কুল মাঠে অবস্থান করেছিল। সংঘর্ষ থেমে গেছে মনে করে সজল কুমার সুত্রধর বিদ্যালয়ের গেটের কাছে গেলে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা গেটের ফাঁকা দিয়ে কাতরা ছুড়ে মেরে ওই শিক্ষককে জখম করে। তার চিৎকারে সহকারী শিক্ষক আক্তারুজ্জামান ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ওই শিক্ষককে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক ফিরোজ আহমেদ, নুরুল আমিন, নিলিমা বিশ্বাস, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান, মো: রেজোয়ান এবং ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিজা বাশার পপি, কামাল হোসেন, শামিমা নাসরিনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা।