মাদারীপুরে শতাধিক মন্ডপে লক্ষ্মীপূজা

মাদারীপুর প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পরপরই অনুষ্ঠিত হয় লক্ষ্মী পূজা। বুধবার সন্ধ্যায় মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রামে শুরু হয়েছে লক্ষ্মী পূজা। হাজারো ভক্ত ও দর্শনার্থীদের আগমনে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। লক্ষীপূজা উপলক্ষে ৫ দিন ব্যাপী চলবে বিভিন্ন আনষ্ঠানিকতা। পূজাকে ঘিরে তিন স্থরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
আশ্বিন মাসের কোজাগরি পূর্ণিমায় প্রতিবছর এই দিনে ডাসার উপজেলার নবগ্রামের শুরু হয় ধন সম্পদের দেবী শ্রী শ্রী লক্ষ্মী মাতার পূজা। পূজা উপলক্ষে নবগ্রামের শতাধিক স্থায়ী ও অস্থায়ী মন্ডপের ভেতর ও বাইরে আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। কেউ আবার ধন সম্পদ বৃদ্ধি ও পরিবারে লক্ষ্মী আনতে সাদা খড়ির আলপনা দিয়ে লক্ষ্মীর মাতার পূজা করছেন। প্রতিবছর সাংস্কৃতিক অনুষ্ঠান, ঢাক-ঢোলের প্রতিযোগিতাসহ ৫দিনের নানা অনুষ্ঠান করা হলে সম্প্রতি সারাদেশে বিভিন্ন ঘটনার কারনে সীমিত করা হয়েছে এবারের আয়োজন।