মাদারীপুরে মৎস্য সপ্তাহ উদযাপন নিয়ে সাংবাদিক সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি:
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের বিভিন্ন দিক তুলে ধরতে সাংবাদিক সম্মেলন করেছে মাদারীপুর জেলা মৎস্য অফিস। শনিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জানা যায়, ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই শ্লোগানকে সামনে রেখে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ ঘোষণা করা হয়েছে। এই সময়ে নানা কর্মসূচী হাতে নিয়েছে জেলা মৎস্য অফিস। এরমধ্যে রয়েছে সফল মাছ চাষিদের পুরস্কার প্রদান, পোনামাছ অবমুক্তকরণ, প্রান্তিক মৎস্য চাষিদের সাথে মতবিনিময় ও প্রশিক্ষণ, মাছ চাষে উদ্ধুদ্ধকরণসহ একাধিক কর্মসূচী। এসব বিষয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারী মন্ত্রণালয়ের উপ-পরিচালক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছোটন চন্দ্র। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।