মাদারীপুরে মৃত্যুর ২ দিন পর জানা গেলো করোনা পজিটিভ

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে মৃত্যুর ২ দিন পরে এক ব্যাক্তির করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এতে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৩ জনে দাঁড়ালো।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গত ২৮ মে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। গত ৩১ মে ওই ব্যাক্তির নিজ বাড়িতে মৃত্যু হয়। তার সংগ্রহকৃত নমুনার রিপোর্ট গত ২ জুন স্বাস্থ্য বিভাগের হাতে আসে। ওই রিপোর্টে মৃত ব্যাক্তির করোনা পজিটিভ আসে। এছাড়া মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে কোন রিপোর্ট না আসায় নতুন করে কোন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত নাই। এদিকে কালকিনি উপজেলার একজন সুস্থ হয়েছেন। ফলে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা পূর্বের ১ শ ৪৯ জনই রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, শিবচর উপজেলায় ৩৪ জন, রাজৈর উপজেলায় ৫২ জন এবং কালকিনি উপজেলায় ২৫ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৩ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। আর ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র আরো জানায়, গত ২৪ ঘন্টায় ১ শ ৫৭ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। জেলায় এ পর্যন্ত (৩ জুন) মোট ২ হাজার ৮শ ৭৩ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ২ হাজার ৩ শ ৪৩ জনের রিপোর্ট পাওয়া গেছে।