মাদারীপুরে মামাকে হত্যার দায়ে ভাগ্নের ফাঁসির আদেশ

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকায় অসামাজিক কর্মকান্ডের প্রতিবাদ করায় দীর্ঘ দশ বছর পর মামা লিটন তায়ানীকে হত্যার দায়ে তার ভাগ্নে নাসির বেপারীকে (৩৮) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। এ সময় মামলায় থেকে বেকসুর খালাস পেয়েছেন ৮ আসামি। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নাসির ব্যাপারী সদর উপজেলার চরকুলপদ্বী এলাকার কাদের ব্যাপারীর ছেলে। মৃত্যুদন্ডপ্রাপ্ত নাসির মামলার পর থেকে পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ এপ্রিল বিকেলে লিটন তায়ানী তার পুত্র সন্তানকে চিকিৎসা করার জন্য শহরের একটি ক্লিনিকে আসছিল। পথিমধ্যে মামলার আসামিরা মিলে রামদা, ছেনদাসহ দেশীয় অস্ত্র দিয়ে লিটনকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ফরিদপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়। এ ঘটনায় নিহত লিটনের ভাই মিজান তায়ানী বাদী হয়ে সদর থানায় ঘটনার পরেরদিন একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান একই বছরের ৭ জুন আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। বিজ্ঞ আদালত দীর্ঘদিন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে রায় প্রদান করেন। রায়ে ভাগ্নে নাসির বেপারীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং মামলার আট আসামিকে খালাস প্রদান করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি নাসির মামলার শুরু থেকে পলাতক রয়েছে।
মাদারীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘মামলার আসামিরা নিহত লিটনকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে নিহতের ভাই সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস একজনকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন এবং মামলার আট আসামিকে খালাস প্রদান করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি নাসির পলাতক রয়েছে। রাষ্ট্রক্ষ এ রায়ে সন্তুষ্ট।’
আসামি পক্ষের আইনজীবী এ্যাড. রেজাউল করিম বলেন, ‘রায়ে আমরা আসামি পক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে পারি নাই। যদিও নয়জন আসামির মধ্যে আটজন মামলার দায় থেকে অব্যহতি পেয়েছে। হত্যাকান্ডের ঘটনার পর থেকে দন্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।’