মাদারীপুরে মাদকবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা চেয়ারম্যান-মেম্বারদের পুরস্কারের ঘোষণা

মাদারীপুর প্রতিনিধি:
মাদকবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের পুরস্কার দেয়ার ঘোষণা দিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান। তিনি সোমবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী মাদকবিরোধী সমন্বিত কর্মশালায় একথা বলেন।
উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান বলেন, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত যেসব ইউনিয়নে কোন মাদকের মামলা হবে না, সে সব ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের বিশেষ পুরস্কার দেয়া হবে। সেই সাথে যেসব ইউনিয়নে মাদকবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবেন এবং সেটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিটরিং করে তাদেরও পুরস্কার দেয়া হবে। এতে মাদকবিরোধী আন্দোলন বেগবান হবে।
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্যে সমন্বিত কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন। কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।