মাদারীপুরে মহাসড়কের অধর্শত অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে মহাসড়কের দুইপাশে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে সদর উপজেলার মোস্তফাপুরে শেখ হাসিনা মহাসড়কে এই উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। এ সময় এস্কেভেটর দিয়ে মহাসড়কের দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হয়। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়। পাশাপাশি মাইকিংও করা হয়। সবশেষ এসব স্থাপনা সরিয়ে না নেয়ায় জেলা প্রশাসনের প্রাপ্ত চিঠিতে উচ্ছেদ অভিযানে নামে সড়ক ও জনপদ বিভাগ। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সড়ক ও জনপদ বিভাগের উপসচিব অনিমজিতা রায়। আগামীকাল সোমবারও এই অভিযান চলবে বলেও জানায় ভ্রাম্যমাণ আদালত।