মাদারীপুরে মদ-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে বিপুল পরিমান গাঁজা, মদসহ আন্ত:জেলা মাদক কারবারী চক্রের ২ জনকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোয়েন্দা দপ্তরের সহায়তায় কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল ও স্কোয়াড কমান্ডার এ এস পি লুৎফর এর নেতৃত্বে শনিবার দুপুরে সদর উপজেলার আছমত আলী খান সেতুর টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে বিদেশী মদ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: শাকিল হোসেন (২০) ও মো: সাকিবকে (২২) আটক করে। এসময় আটককৃতদের নিকট থেকে ৩২ কেজি গাঁজা, ১ বোতল MASTER BLENDERÕS SIGNATURE WHISKY ব্রান্ডের বিদেশী মদ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল, ২টি সীমকার্ড এবং মাদক বিক্রয়ের নগদ ১হাজার ৯শত টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার আন্ত:জেলা মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গাঁজা, বিদেশীমদসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত গাঁজা, বিদেশী মদ ও অন্যান্য আলামতসহ আটককৃতদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এ ব্যাপারে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটককৃত শাকিল হোসেন কুমিল্লা জেলার বনপাড়া রামচন্দ্রপুর বাল্যক গ্রামের আবুল হোসেনের ছেলে এবং মোঃ সাকিব ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সালদানদী নোয়াপাড়া গ্রামের মোঃ হাসেমের ছেলে।