মাদারীপুরে বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে জেলা পরিষদের সেলাই মেশিন ও কম্পিউটার সনদ বিতরন

শিবচর বার্তা ডেক্স :
মাদারীপুরে প্রশিক্ষনপ্রাপ্ত বেকার যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন ও বেকার যুবকদের মাঝে কম্পিউটার সনদ বিতরন করেছে জেলা পরিষদ। জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী সেলাই মেশিন ও কম্পিউটার সনদ বিতরন করেন।
মাদারীপুর জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের দারিদ্র নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় মাদারীপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে রবিবার সকালে বেকার যুবক ও যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন ও কম্পিউটার সনদ বিতরনের আয়োজন করা হয়। এসময় জেলা পরিষদ থেকে তিন মাস ব্যাপী প্রশিক্ষনপ্রাপ্ত কালকিনির ২৫ জন ও রাজৈরের ২০ জনসহ ৪৫ জন বেকার যুব মহিলাকে সেলাই মেশিন ও প্রশিক্ষনপ্রাপ্ত ৪৫ জন যুবকের মাঝে কম্পিউটার সনদ বিতরন করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী যুবক ও যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন ও কম্পিউটার সনদ বিতরন করেন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস দেবনাথ ও জেলা পরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।