মাদারীপুরে বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে অর্ধ শতাধিক অসুস্থ

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে বয়ের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে খাবার খেয়ে অর্ধশতাধিক নারী-পুরুষ-শিশু অসুস্থ হয়ে পড়েছে। রবিবার রাত পর্যন্ত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ হয়ে পড়া ৩৬ জনকে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। অসুস্থ ব্যক্তিদের সবার বাড়ি গঙ্গাবর্দী ও সুতারকান্দি গ্রামে। এ ঘটনা ঘটেছে রাজৈরের বাজিতপুর ইউনিয়নের গঙ্গাবর্দী গ্রামের আনোয়ার খালাশীর বাড়িতে।
ভুক্তভোগীরা জানান, রাজৈর উপজেলার গঙ্গবর্দী গ্রামের আনোয়ার খালাশীর ছেলে সরোয়ার খালাশীর একই উপজেলার পাখুল্যা গ্রামে একটি বাড়িতে বিয়ে করে। বিয়ের পর বৌভাতের অনুষ্ঠানে বর সরোয়ার খালাশী এলাকার প্রায় তিন শতাধিক বাড়িতে দাওয়াত দেন। শুক্রবার খাবার খাওয়ার পর অতিথিরা সবাই বাড়ি ফিরে যান। এরপর শুক্রবার বিকেল থেকে রবিবার রাত পর্যন্ত অর্ধশতাধিক নারী-পুরুষ ও শিশু পেটের পীড়া, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত হন। এদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় ৩৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে সাকিম (১৬), খিদির হাওলাদার (৬০), কাউয়ুম বেপারী (৩৫), আজিজুল মোল্লা (৪৮) ফরিদা বেগম (৩৫), তাজমিরা (৭) জাকিয়া বেগম (৪৫), আসমা বেগম (৩৫)সহ ১০ জনের অবস্থা গুরুতর।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, একটি অনুষ্ঠানের খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা চলছে।