মাদারীপুরে বর্ধিত আয়কর রেহাতের দাবিতে বাস মালিকদের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে করোনাকালে দীর্ঘ ১শ’ ৮৩দিন গণপরিবহন বন্ধ থাকার কারনে আয়কর রেহাতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপ এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি খাইরুল হাসান ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার বলেন, করোনাকালে সরকারি সিদ্ধান্ত মতে একটানা ১শ’ ৮৩দিন গণপরিবহন বন্ধ রাখে মালিকপক্ষ। এমন কি মাঝে মাঝে শতকরা ৬০ ভাগ বর্ধিত ভাড়া নিয়ে একটি আসন খালি রেখেও পরিবহন সড়কে চালিয়েছেন তারা। এতে কোটি কোটি ক্ষতিগ্রস্থ হয়েছেন মালিক ও শ্রমিকরা। এরই মধ্যে সরকার ১০ বছরের পুরাতর গাড়িতে ৪ হাজার ৫শ’ টাকার পরিবর্তে ২১ হাজার এবং ১০ বছরের কম ব্যবহারকৃত গাড়ির ৯ হাজার টাকার পরিবর্তে ১৬ হাজার ৫শ’ টাকা আয়কর নির্ধারণ করেছে। যা অযৌক্তিক ও অমানবিক। একদিকে করোনাকালে গণপরিবহন সড়কে না চলাচল করে ক্ষতির মুখে পড়েছে। এরই মধ্যে আয়কর বর্ধিত করা এ যেন ‘মরার উপর খাড়ার ঘাঁ’ হয়ে দাঁড়িয়েছে। এজন্য পুরনো আয়কর বহাল রেখে, নতুন বর্ধিত আয়কর রেহাতের দাবি জানান তারা।