মাদারীপুরে পরীক্ষা চালুর দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালুর দাবীতে মাদারীপুর সরকারি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শেখ হাসিনা মহাসড়কের একটি অংশ কিছু সময়ের জন্য বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন জেলা প্রশাসক কাছে। এসময় শিক্ষার্থীরা পরীক্ষা চালুর দাবীতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।
মাদারীপুর সরকারী কলেজের অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া সাদি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহর জন্য বন্ধ করে দিয়েছে। কিন্তু দুই সপ্তাহের কথা বলে দুই বছর বন্ধ করে দেয়। এটা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। আমরা নতুন প্রজন্ম আমরা দেশ গড়বো, কিন্তু করোনার মধ্যে গণপরিবহন চালু করা হচ্ছে, লঞ্চ চলছে, নির্বাচন চলছে, বাণিজ্য মেলা চলছে, সব কিছু চলছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন?’
অনার্স চতুর্থ বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনন্যা মন্ডল বলেন, ‘আমরা একটাই দাবী জানাচ্ছি যে, স্বাস্থ্যবিধি মেনে সেশনজট এড়াতে যেভাবেই হোক আমাদের বাকী পরীক্ষাগুলো নেয়া হোক। করোনার টিকা নিতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। আমাদের এক বছর অলরেডী লস হয়েছে আমরা আর সময় লস করতে চাই না।’
মানববন্ধন কর্মসূচি আহবায়ক ও মাদারীপুর সরকারী কলেজের অনার্স চতুর্থ বর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী হৃদয় মুন্সী বলেন, ‘ওমিক্রনের দোহাই দিয়ে আমাদের পরীক্ষা বন্ধ করে দিয়েছে। যেখানে বাণিজ্য মেলা চলছে, বিপিএল চলে, সেখানে পরীক্ষা বন্ধ কেন?। আজকে সারাদেশে শিক্ষার্থীদের মানবন্ধন চলছে। সরকার যদি আমাদের ডাকে সাড়া না দেয়, তাহলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দিবো।’
মানববন্ধনে মাদারীপুর সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ মমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইতি আক্তার, মেহেদী হাসান, ইংরেজী বিভাগের লামিয়া আক্তারসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।