মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের খাদে উল্টে যায়। এ ঘটনায় বাসটির ভিতরে থাকা অত্যন্ত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। এ কারণে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকা থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে রাজধানীর ঢাকায় যাচ্ছিল। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় আসলে বরিশালমুখী এনা পরিবহনের একটি যাত্রীবাসী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে সার্বিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে সার্বিক পরিবহনের চালকসহ অত্যন্ত ২০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এদিকে দুর্ঘটনার পরে এনা পরিবহনের বাসটিকে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে গতিরোধ করে ভাঙচুর চালায় স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী হেমায়েত হোসেন বলেন, ‘সার্বিক পরিবহনের চালক বাসটি খাদে ফেলে না দিলে এনা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতো। এতে বড় ধরণের একটা দুর্ঘটনা ঘটতো। খাদে পড়ে গেলেও বাসটি পানিতে পুরোপুরি পরে যায়নি। সড়কের পাশে থাকা গাছগুলো বাসটিকে রক্ষা করেছে। দুর্ঘটনার পর পরেই আমরা দ্রুত গিয়ে বাসটির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করি। গুরতর কেউ আহত ছিল না। যাত্রীদের হাত পা ও মাথায় কিছুটা আঘাত ছিল।’
সার্বিক পরিবহনের বাসের আহত যাত্রী সোলাইমান খান বলেন, ‘যাত্রাটা আমাদের ভালোই ছিল। ঢাকা-বরিশাল মহাসড়কে আসার পর থেকে বাসটি কিছুটা গতি বাড়িয়ে দিল। হঠাৎ এনা পরিবহনের বাসটি সামনে থেকে চাপ দিলে আমাদের বাসটি বায়ে কাত হওয়ার সঙ্গে সঙ্গে খাদে পড়ে যায়। যখন বাসটি খাদে পড়ছিল তখন সবই একে অপরের ওপর এসে পড়ছিল। খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আমরা। তবে আল্লাহ সহায় থাকায় জীবনে বেঁচে গেলাম।’
মস্তাফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, ‘ঢাকা-বরিশাল মহাসড়কটি সরু এবং ওয়ানওয়ে। এই সড়ক দিয়ে প্রচন্ড গতিতে চলে বাসগুলো। এ কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সার্বিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কেউ নিহত হয়নি। তবে কয়েকজন যাত্রী আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।’