মাদারীপুরে নিষিদ্ধ পলিথিন ও কেমিক্যালসহ এক জন আটক

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে নিষিদ্ধ পলিথিন ও কেমিক্যালসহ একজনকে আটক করেছে এনএসআই। এ সময় আটক রোমান শেখকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে শহরের বিসিক শিল্প নগরীরর কালকিনি ট্রান্সপোর্ট-এর সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। রোমান (২২) মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের খলিল শেখের ছেলে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইফুদ্দিন গিয়াস জানান, রাজধানীর ঢাকার সোয়ারীঘাট এলাকা থেকে পিকআপবোঝাই করে পলিথিন ও কেমিক্যাল নিয়ে মাদারীপুরের বিসিক বিক্রির উদ্দ্যেশে আসে একটি অসাধু ব্যবসায়ী। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা। পরে অভিযান চালিয়ে ৮ গাইড নিষিদ্ধ পলিথিন ও এক কার্টুন কেমিক্যালসহ পিকআপ জব্দ করা হয়। বাকিরা পালিয়ে গেলেও এ সময় আটক করা হয় পিকআপ-এর চালক রোমান শেখকে (২২)। পরে তাকে তিন হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের উপস্থিতিতে নিষিদ্ধ পথিলিত ও কেমিক্যাল ধ্বংস করা হয়।