মাদারীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মিছিল করায় ব্যবসায়ীদের দুঃখ প্রকাশ

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেনের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল করায় দুঃখ প্রকাশ করেছে ব্যবসায়ীরা। সন্ধ্যায় শহরের পুরানবাজারে একটি এনজিওতে সংবাদ সম্মেলন করেন বনিক সমিতি ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতারা। এ সময় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মিছিল করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এই ঘটনার দায়ভার সংগঠন নিবেনা বলেও জানান তারা।
সোমবার শহরের কলেজ রোড এলাকার সিনহা ফার্মেসীতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক মানোয়ার হোসেন। এ সময় গ্রাম্যডাক্তার ও ফামের্সীর সত্ত্বাধিকারী আলী আজম সরদার অনুপস্থিত থাকেন। ফার্মেসীতে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি সীলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এরই প্রতিবাদে শহরের সব ওষুদের দোকান বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতে অংশ নেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবী করে বিক্ষোভ করে ওষুধ ব্যবসায়ীদের একাংশ। এর কিছু সময় পরে সীলগালা করে দেয়া ফামের্সীর চাবি বনিক সমিতির কাছে হস্তান্তর করা হয়। তবে, মাদারীপুর বনিক সমিতি ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নেতাদের না জানিয়ে বিক্ষোভ মিছিল ও দোকান বন্ধ রাখায় তীব্র নিন্দা জানায় সংগঠনগুলো।