মাদারীপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

মাদারীপুর প্রতিনিধি :
“মুজিববর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান” প্রতিপাদ্য বিষয় নিয়ে মাদারীপুর নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে প্রবাসী ও বিদেশে গমন ইচ্ছুকদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি), জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো(বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্রণালয় এর আয়োজনে এবং মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ঝটন চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফ উদ্দিন গিয়াস। এছাড়াও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তাসহ মাদারীপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।