মাদারীপুরে নতুন এক যুবকের করোনা শনাক্ত

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ বছর বয়সী এক যুবকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ওই যুবকের বাড়ি রাজৈরে। জেলায় গত ২৪ ঘন্টায় ১ শ ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১ হাজার ৬ শ ৫ জনকে। এর মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ১ হাজার ৪ শ ২৪ জনের।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত জেলা থেকে ৩ শ ৩৯ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ২ শ ৭৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ জনের। যার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালের আইসোলেশনে আছে ৯ জন ও শিবচর হাসপাতালের এক নারী চিকিৎসক ও তার ৭ বছরের সন্তান হোম আইসোলেশনে আছেন। ওই নারী চিকিৎসকের স্বামী সম্প্রতি নারায়নগঞ্জ থেকে এসেছিলেন। তিনিও পেশায় একজন চিকিৎসক। নারায়গঞ্জে তিনি প্রাকটিস করতেন। এ ছাড়া শিবচরের করোনা আক্রান্ত হয়ে এক ইটালী প্রবাসীর বাবা এর আগেই মারা গেছে। ওই ইটালী প্রবাসীসহ শিবচরের ৯ নয়জন সম্প্রতি সুস্থ্য হয়ে বাড়ি ফিরে এসেছেন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, ‘রাজৈরে এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।’
এদিকে পুরো জেলা লকডাউন থাকায় রাস্তায় মানুষের চলাচল খুবই কম। ছোট যানবাহনও কম চলে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেখা যায় না। নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান বন্ধ রয়েছে। হাট বাজারগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টহল অব্যহত রয়েছে।