মাদারীপুরে নতুন আরো ১৫ জনসহ আক্রান্ত ১৬৪ জন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে নতুন করে আরো ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই রাজৈর উপজেলার। নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ শ ৬৪ জনে। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে রাজৈর উপজেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তের হিসেবে জেলার মধ্যে রাজৈরে করোনা শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি অর্থ্যাৎ ৭০জন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, ‘গত ৩০ মে ৬০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তার মধ্যে শুক্রবার ১৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। আক্রান্তদের মধ্যে উপজেলার আলমদস্তার গ্রামের ৫ জন, কুন্ডুপাড়ার ২ জন, পূর্ব স্বরমঙ্গল গ্রামের ১ জন, টেকেরহাটের ১ জন, সেনদিয়ার ১ জন, মৃধাবাড়ী গ্রামের ১ জন, দূর্গাবর্দী গ্রামের ১ জন, পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার মোচনা গ্রামের ১ জন ও পূর্ব রাঘদী গ্রামের ১ জন। এদের মধ্যে ১০ জনকে মাদারীপুর সদর হাসপাতাল আইসোলেশনে পাঠানো হয়েছে এবং বাকী ৫ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭০ জনে। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে পর্যায়ক্রমে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২ জন।’এ নিয়ে জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ শ ৬৪ জনে। এর মধ্যে সদর উপজেলায় ৩৮ জন, শিবচর উপজেলায় ৩৪ জন, রাজৈর উপজেলায় ৭০ জন এবং কালকিনি উপজেলায় ২৫ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন। এর মধ্যে সদরে উপসর্গ নিয়ে ২জন এবং শিবচরে করোনা ভাইরাসে আক্রান্ত ২জন।