মাদারীপুরে দুটি বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে, আহত ৪

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে অস্ত্র ঠেকিয়ে দুটি বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ সময় বাঁধা দিতে এলে নারীসহ ৪জনকে আহত করা হয়। বৃহস্পতিবার ভোরে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় বিরোধ নিয়ে রাজৈরের মাচ্চর গ্রামের আবুল ফকিরকে বুধবার রাতে মুঠোফোনে হুমকি দেন একই এলাকার আয়উব খান ও তার ছেলে শামীম। হুমকির ভয়ে রাতে বাড়িতে থেকে অন্যত্র সরে যায় আবুল ও তার ভাই আবেদ আলী ফকির। পরে বৃহস্পতিবার ভোরে আয়উব খানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত হামলা চালায় আবুল ফকিরের বাড়িতে। এ সময় ঘরবাড়িতে ভাংচুর করে ব্যাপক তান্ডব চালায় দুর্বৃত্তরা। পরে আবুল ফকিরের ভাইর বসতঘরেও হামলা চালায় তারা। অস্ত্র ঠেকিয়ে দুটি ঘরে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ক্ষতিগ্রস্থদের। বাঁধা দিতে এলে নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দুটি পরিবার ও স্থানীয়রা। এদিকে এ ব্যাপারে সব ধরনের আইনগত পদক্ষেপ নেয়ার আশ^াস দিয়েছেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদী।