মাদারীপুরে দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

মাদারীপুর প্রতিনিধি :

করোনাভাইরাস সংক্রমনে চলমান লকডাউন পরিস্থিতিতে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় মাদারীপুরে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শনিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে চাল, ডাল, তেল, আটা, লবন, পেয়াজ, শুকনো খাবার ও বিভিন্ন প্রকার সবজি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ৯ পদাতিক ডিভিশনের লেফটেনেন্ট কর্ণেল আশরাফ, মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াসসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা।
করোনা প্রতিরোধ সেলের আওতায় সেনাবাহিনী ৯ পদাতিক ডিভিশন জনগনের মাঝে সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা সেবা, মাস্ক বিতরণ এবং সম্প্রীতির বাজার ও সম্পীতির ইফতার আয়োজনসহ গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে।