মাদারীপুরে ডোপ টেস্ট বন্ধ : আটকে পড়েছে অসংখ্য ড্রাইভিং লাইসেন্স নবায়ন

মাদারীপুর প্রতিনিধি :
সরকার নতুন লাইসেন্স ইস্যু,নবায়ন ও সরকারী চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেষ্ট বাধ্যতা মূলক করেছে। কিন্তু মাদারীপুর সদর জেনারেল হাসপাতালে ডোপ টেষ্ট কিট না থাকায় প্রায় তিন মাস ধরে ডোপ টেস্ট বন্ধ রয়েছে। এতে করে জেলার কয়েক হাজার নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু,নবায়ন বন্ধ হয়ে আছে। অপর দিকে এ সংকটে নতুন সরকারী চাকুরী প্রত্যাশিরা পড়েছেন বিপাকে। কিট সংকটে সেবা প্রত্যাশিদের মাঝে তৈরী হয়েছে চরম হতাশা।

মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা.মুনীর আহমদ খান বলেন, কিট ক্রয় করার জন্য আমরা বরাদ্দ পেয়েছি। টেন্ডারের মাধ্যমে কিট ক্রয় করতে আরো ১৫-১ মাস সময় লাগতে পারে। কিট আসলেই ডোপ টেষ্ট শুরু করা হবে।