মাদারীপুরে ডা. মুরাদের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ

মাদারীপুর প্রতিনিধি:
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মাদারীপুর সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট এমারাত হোসেন খানের মামলাটি খারিজ করেছে আদালত। মঙ্গলবার দুপুরে দায়ের করা আবেদনটি মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আল মামুন শুনানি শেষে বিকেল ৫টার দিকে খারিজ করে দেয়।
মামলার বাদী পক্ষের আইনজীবী হালদার মো. মিজানুর রহমান বলেন, মুরাদ হাসান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও জিয়া পরিবারকে নিয়ে তার ফেসবুক পেইজে কুরুচিপূর্ণ, নারী-বিদ্বেষী মানহানিকর ভাষায় একটি পোস্ট করেন। এতে বিএনপি ও জিয়া পরিবারের মানহানি হয়েছে। ফলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এমারাত হোসেন খান মানহানি মামলা দায়ের করেছে। তবে আদালত বিষয়টি আমলে না নিয়ে আদালতের স্বেচাধীন ক্ষমতা বলে খারিজ করে দেন। এতে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি।’
এব্যাপারে আদালতের পাবলিক প্রসিকিউট (পিপি) সিদ্দিকুর রহমান সিং বলেন, আদালতের বিচারক ফয়সাল আল মামুন আবেদনের বিষয় বাদীর শুনানী শেসে মামলাটি খারিজ করে দেয়। এটা আদালত আর বিচারকের বিষয়।’