মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৬

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত হয়েছেন অন্তত ৬জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার দুপুরে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আয়শা বেগম (৪৫), চুন্নু হাওলাদার (২২), পান্নু হাওলাদার (৩২) ও সজীব বেপারী (২৮)’এর নাম পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে চরলক্ষ্মীপুর গ্রামের সরোয়ার খাঁর সাথে আবু কালাম বেপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে আবু কালাম বেপারীর পরিবারের উপর অতর্কিত হামলা চালায় সরোয়ার খাঁ’র লোকজন। এতে আবু কালামের স্ত্রী আয়েশাসহ তাদের পক্ষের ৬জন আহত হয়। আহতদের উদ্ধার মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে পান্নু হাওলাদার ও সজীব বেপারী নামে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের বেশ কয়েকজন সদর হাসপাতালে ভর্তি রয়েছে।