মাদারীপুরে কৃষকের ধান কেটে দিলো সরকারী নাজিমউদ্দিন কলেজ ছাত্রলীগ

মাদারীপুর প্রতিনিধি :
করোনাভাইরাসের কারণে স্তব্ধ গোটা দেশ। কার্যত ঘরবন্দি কোটি কোটি মানুষ। বৈশাখের কাঠফাটা রোদের গরমে নাভিশ্বাস অবস্থায় দেখা দিয়েছে চরম শ্রমিক সংকট। এ অবস্থায় মাদারীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ধান কেটে বাড়ী পৌছে দিলো এক দরিদ্র কৃষকের।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজানের নেতৃত্বে ১৫ থেকে ২০ সদস্যের একটি দল সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের নয়াচর গ্রামের আব্দুর রহমান হাওরাদার নামে এক কৃষকের ৭০ শতাংশ জমির ধান কেটে দিয়ে বাড়ীতে পৌঁেছ দেয়। এ মহামারির সময়ে ধান কেটে দেওয়ায় খুশি কৃষকসহ এলাকাবাসী।
মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিকের নির্দেশনায় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারের তত্ত্বাবধানে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলতে সহায়তা করায় এলাকাবাসী তাদের অভিনন্দন জানিয়েছেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদ সর্দার, সহ-সভাপতি ইউসুফ, জনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজান ঢালী, সোহানুর রহমান সোহাগ, নুহিন হাওলাদার, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি লিখুন মুন্সি প্রমুখ। অসহায় দরিদ্র কৃষকের পাশে থেকে তাদের সোনালি ফসল ঘরে তুলতে নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান ও ফরিদ সর্দারের ২০ সদস্যদের একটি দল।
ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা বাংলাদেশ ছাত্রলীগ সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা গ্রামের দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। আমাদের এই ধান কাটা পুরো বোরো মৌসুম অব্যাহত থাকবে। কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ আমাদের সার্বিক তত্ত্ববধান করছেন।