মাদারীপুরে কীর্তিনাশা নদীর ভাঙ্গন ঠেকাতে ডাম্পিং শুরু

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে কীর্তিনাশা নদীর ভাঙ্গন ঠেকাতে শুরু হয়েছে ডাম্পিং কার্যক্রম। বুধবার সকাল থেকে বালুর বস্তা ফেলা শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে সাময়িকভাবে উপকৃত হলেও স্থায়ী বেরিবাঁধ নির্মানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, পানি বাড়ার সঙ্গে সদর উপজেলার খোয়াজপুর ও কালকিনি উপজেলার বিদ্যাবাগিস এলাকায় দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙ্গন। ইতোমধ্যে অনেকেই নদীর আশপাশ থেকে ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন। হুমকি রয়েছে হেক্টরের পর হেক্টর জমি ও সরকারি-বেসরকারি স্থাপনা। ভাঙ্গন রোধে একশ’ মিটার এলাকাজুড়ে ২৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ২শ’টি বালুর ফেলার কার্যক্রম শুরু হয়েছে। স্বল্প বরাদ্দে অসন্তুষ্টি জানিয়ে, বরাদ্দ বাড়ানোর পাশাপাশি স্থায়ী বেরিবাঁধ নির্মানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক বরাদ্দের কাজ সম্পন্ন হবে।