মাদারীপুরে কলা বাগান থেকে বাক প্রতিবন্ধী ভ্যান চালকের রক্তাক্ত লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে জুয়েল বেপারী (২৯) নামে এক ভ্যানচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার একটি কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত জুয়েল একই এলাকার আসমত আলী বেপারীর ছেলে। পুলিশ বলছে, লাশের গলায় ও বুকে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে গাছবাড়িয়া এলাকার আব্দুল হাই বেপারীর বাড়ির পিছনের কলাবাগানে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। পরিবারের দাবী, পরিকল্পিতভাবে জুয়েলকে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।
নিহত জুয়েলের পিতা আসমত বেপারী জানান, শনিবার রাতে সদর উপজেলার মস্তফাপুর থেকে ভ্যানযোগে যাত্রী নিয়ে পেয়ারপুরের দিকে রওনা হয় জুয়েল। পরে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। রবিবার সকালে তার রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে তিনি এর সুষ্ঠু বিচার দাবী করেছেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এহসানুর রহমান ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘নিহত জুয়েলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের বেশকিছু চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। লাশ ময়না তদেন্তর পর হত্যার কারণ জানা যাবে। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।’
উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দু‘টি প্রভাবশালী গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে মাঝে-মধ্যেই ওই এলাকায় একাধিকবার সংঘর্ষ, ভাংচুর, লুটপাট, খুন ও হামলার ঘটনা ঘটছে। স্থানীয় ওই দু‘পক্ষের লোকজনের নামে মাদারীপুর সদর মডেল থানায় একাধিক মামলা এবং পাল্টা মামলাও রয়েছে।