মাদারীপুরে করোনায় নতুন শনাক্ত ২৩ জন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (১৬ জুন) নতুন করে ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, কালকিনি উপজেলায় ৬ জন এবং শিবচর উপজেলায় একজন। এতে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ শ ৭৭ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় জেলায় ৭৫ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ২৩ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৬ জন হচ্ছেন ডিসি অফিস ১, কুকরাইল ১, বাদামতলা ১, শান্তিনগর ১, পুরানবাজার ১, সৈদারবালী ১, চরমুগরিয়া ১, পুলিশ লাইন ২, মডেল থানা ১, মহিলা কলেজ ১, সদর-১, দত্তকেন্দুয়া ২, ঝাউদি ১ এবং ছিলারচর একজন। কালকিনি উপজেলার ৬ জন হচ্ছেন পৌরসভার ৩, সাহেবরামপুর ১, বালিগ্রাম ১ এবং শিকারমঙ্গল একজন। শিবচর উপজেলায় নতুন শনাক্ত একজন হচ্ছেন পৌরসভার ৩ নং ওয়ার্ডেও গুয়াতলা এলাকার। তিনি পৌর বাজারের একজন ঔষুধ ব্যবসায়ী। জেলায় এ পর্যন্ত নমুনা প্রেরণ করা হয়েছে ৪ হাজার ১ শ ৩৬টি। গত ২৪ ঘন্টায় ৭৫ টিসহ এ পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ৪ শ ৭৭টি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২৭ জন। মৃত্যুবরণ করেছেন ৭ জন। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১ শ ১৫ জন, শিবচর উপজেলায় ৬৬ জন, রাজৈর উপজেলায় ১ শ ১৪ জন এবং কালকিনি উপজেলায় ৮২ জন।