মাদারীপুরে করোনায় নতুন করে ২৭ জন আক্রান্ত

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৭ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, রাজৈরে ৭, শিবচরে ৪ এবং কালকিনিতে ২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১ শ ৩৯ জনে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২১, ২২ ও ২৩ জুলাই ঢাকায় প্রেরিত নমুনা পরীক্ষার ফলাফল শনিবার স্বাস্থ্য বিভাগের হাতে আসে। রিপোর্ট অনুযায়ী নতুন করে জেলায় ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, রাজৈরে ৭, শিবচরে ৪ এবং কালকিনিতে ২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১ শ ৩৯ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৮ শ ২০ জন। আর ১৭ জনের মৃত্যু হয়েছে। জেলায় সর্বশেষ ফলাফল প্রাপ্ত হয়েছে ১ শ ৪৮ টি এবং নমুনা প্রেরণ করা হয়েছে ৫৮ টি। জেলায় মোট নমুনা প্রেরণ করা হয়েছে ৭ হাজার ৪ শ ৩৫ টি এবং মোট ফলাফল প্রাপ্ত হয়েছে ৭ হাজার ৩ শ ৭৭ টি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২ শ ৭৫ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেওয়ার প্রস্তুতি চলছে।