মাদারীপুরে করোনার টিকাদান শুরু

মাদারীপুর প্রতিনিধি :
মহামারি করোনাভাইরাসের সংক্রমন রোধে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বেলা ১২ টায় মাদারীপুর সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুরে ৪ শ ৪৪ জন করোনা টিকা গ্রহণের জন্যে রেজিস্ট্রেশন করেছে। যার মধ্যে থেকে ১শ ২২ জনকে প্রথম দিন টিকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে এই টিকাদান প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্দিষ্ট বুথের মাধ্যমে টিকা দেয়া হবে। মাদারীপুর জেলায় প্রথম ধাপে ৩৬ হাজার মানুষকে টিকা দেয়া হবে। টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সির্ভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, ডা. খলিলুর রহমান, স্বাচিপের সভাপতি ডা. রেজাউল আমীন খোকন প্রমুখ।
এসময় উৎফুল্ল মনে এসএমএস পাঠানো ব্যক্তিরা টিকাগ্রহণ করেন। এতে তারা আনন্দিত ও সরকারকে ধন্যবাদ জানান।