মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে নেশা খাইয়ে ধর্ষণ শেষে হাসপাতালে রেখে পালালো বখাটে

মাদারীপুর প্রতিনিধি :
এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের সপ্তাহ পার না হতেই এবার মাদারীপুরে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া এক শিক্ষার্থীকে নেশা দ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। ঘটনার পর বখাটে নিজেই ওই শিক্ষার্থীকে হাসপাতালে রেখে পালিয়েছে। এ ঘটনায় সোমবার রাতে মাদারীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগির পরিবার। বখাটেকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
ভুক্তভোগি পরিবারের অভিযোগে জানা যায় , মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে রবিবার দুপুরে ব্যবহারিক পরীক্ষার খাতার দেখানোর জন্য বিদ্যালয়ে আসে এক শিক্ষার্থী। এ সময় প্রেমের সর্ম্পকের সুবাদে সদর উপজেলার স্বনির্ভর ছিলারচর গ্রামের আশরাফ সর্দারের ছেলে সজীব সর্দার (২২) কৌশলে ওই শিক্ষার্থীকে মাদারীপুর পৌর শহরের পুরানবাজার এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে আসে। পরে বিকেলে পানীয় জাতিয় দ্রব্যের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওই শিক্ষার্থীকে খাইয়ে অচেতন করে ধর্ষণ করে। এক পর্যায়ে প্রচুর রক্তক্ষরন হওয়ায় ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। রাত ৯ টার দিকে ওই বখাটে ওই শিক্ষার্থীকে নিজেই মাদারীপুর সদর হাসপাতালে এনে সেখানে রেখে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হলে রাতেই ভুক্তভোগির পরিবার ও সদর থানা পুলিশ হাসপাতালে ছুটে আসেন।
উল্লেখ্য, এর আগে ২৯ সেপ্টেম্বর বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের তিন বারের সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল সর্দারের বিরুদ্ধে। এ ঘটনায় এখনো দোষীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভূক্তভোগি শিক্ষার্থী বলেন,‘প্রায় এক বছর ধরে সজীবের সাথে আমার প্রেমের সর্ম্পক চলছে। আমি ব্যবহারিক পরীক্ষার খাতা দেখানোর জন্যে বিদ্যালয় আসলে ঘুরতে যাওয়ার কথা বলে সজীব আমাকে পুরান বাজারের একটি হোটেলে নিয়ে যায়। সেখানে আমাকে বোতলে পানি খেতে দেয়। আমি সরল বিশ^াসে পানি খাওয়ার কিছু সময় পরেই অচেতন হয়ে যাই। এরপরে আমার শরীরের উপর প্রচণ্ড আঘাত করার পরে জ্ঞান ফিরে দেখি প্রচুর রক্ত বের হচ্ছে। এর পওে আবারও আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরল দেখি হাসপাতালের বিছানায় আছি। আমি ওর কঠোর বিচার দাবী করি।’
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, ‘প্রাথমিকভাবে শিক্ষার্থীকে চিকিৎসা দেয়া হয়। পর ধর্ষনের বিয়ষটি জানার পরে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট পেলে স্পষ্টভাবে বলা যাবে সে ধর্ষণের শিকার হয়েছে কিনা। তবে তার যৌনাঙ্গে ক্ষতের চিহ্ন রয়েছে।’
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ঘটনা জানার পরে সদর হাসপাতালে এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হয়েছে। রাতেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। কোনভাবেই অপরাধীকে ছাড় দেয়া হবে না। অপরদিকে প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার পর পরই আসামী পালিয়েছে। যে কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তকে গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত আছে। অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা হবে।’