মাদারীপুরে এই প্রথম লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি

মাদারীপুর প্রতিনিধি :
সরকারি নির্দেশনা অনুযায়ী জেলায় এই প্রথম বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার সকালে শহরের বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ আমিনউদ্দিন হাই স্কুলে লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলি, অভিভাবক ও গণ-মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া প্রত্যক্ষ করে অভিভাবকরাও খুশি হয়েছেন।
এ প্রসঙ্গে আলহাজ আমিনউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন পিলু বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক চলতি শিক্ষাবর্ষে লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রশাসন ও শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমতি নিয়ে এ কাজ করা হয়। ভর্তির ব্যাপারে লটারীর প্রক্রিয়া নতুন হলেও স্বচ্ছতা ও শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। এ ছাড়া বৈশ্বিক মহামারী করোনার কারণে ২০২০ সালে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা চলতি বছর ২০২১ সালে পুষিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি শিক্ষার্থী যাতে ঝরে না পড়ে সে বিষয়ে বাড়ি-বাড়ি গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা হবে। আশা করি এই প্রক্রিয়ায় এগিয়ে গেলে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা থাকবে না।’