মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২০ টি বাড়িঘর ভাংচুরসহ আহত ১০

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ টি বাড়িঘর ভাংচুরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী এলাকার জামাল মৃধার সাথে একই এলাকার শাহাদাৎ হাওলাদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সোমবার গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় উভয়পক্ষ। ২০ টিরও বেশি বসতঘর ও দোকানপাট ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।