মাদারীপুরে আগুনে পুড়লো হতদরিদ্রদের আশ্রায়ন প্রকল্পের ১০ বসতঘর

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে সরকারি আশ্রায়ন প্রকল্পের ১০টি বসতঘর আগুনে পুড়ে গেছে। শনিবার রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর ও ফায়ার সার্ভিস জানায়, সদর উপজেলার চরনাচনা গ্রামে হতদরিদ্রদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে ৬টি ব্যারাকে বসবাস করে হতদরিদ্র ৬০টি পরিবার। শনিবার রাত৮ টার দিক হামিদা বেগমের রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এরআগেই হতদরিদ্রদের ১০টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মাদারীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।