মাদারীপুরে অতিরিক্ত মূল্যে তৈল বিক্রির অভিযোগে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়িতে অতিরিক্ত মূল্যে সয়াবিন তৈল বিক্রি করার অভিযোগে সিটি গ্রুপের সান কোম্পানির ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে জব্দকৃত সয়াবিন তৈল সরকার নির্ধারিত দামে স্থানীয় ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়।
মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সূত্র জানায়,  মাদারীপুরের সিফাত এন্টারপ্রাইজ নামে সান কোম্পানির এক তৈলের ডিলার বৃহস্পতিবার সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি বাজারে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বোতলের গায়ের নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি চায়। এতে স্থানীয় ব্যবসায়ীরা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে খবর দেয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং ঘটনাস্থল থেকে ৬ শ ৭২ লিটার সয়াবিন তৈল জব্দ করে। পরে ওই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত তৈল বোতলের গায়ের মূল্য অনুযায়ী ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়।
মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘অভিযোগ পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিবো। এছাড়া আমাদের অভিযান অব্যাহত থাকবে।