মাদারীপুরের ৪০ গ্রামে ঈদ-উল ফিতর উদযাপিত

মাদারীপুর প্রতিনিধি :
সোমবার মাদারীপুর জেলার ৪০ গ্রামে ঈদ-উল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। চাঁদ দেখা ও পঞ্জিকার তিথি সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। মঙ্গলবার (৩মে) বাংলাদেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। হযরত সুরেশ্বরী (রাঃ) এর ভক্ত অনুসারীরা মাদারীপুরের দুই উপজেলার ৪০ গ্রামের লক্ষাধিক মানুষ আজ সোমবার (২মে) ঈদ-উল ফিতর উদযাপন করছেন। বিষয়টি নিশ্চিত করেন সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন-এর ভক্ত-অনুসারী চরকালিকাপুর গ্রামের জাকির মুন্সী।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দ্বায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর মাদারীপুর ও শরীয়তপুর জেলাসহ বাংলাদেশের প্রায় দেড় কোটি ধর্মপ্রাণ মুসলমান আজ (২মে) সোমবার ঈদ করছেন। সুরেশ্বর দরবার শরীফের মুরিদানরা পঞ্জিকার তিথি দেখে একদিন পূর্বে রোজা রাখেন এবং একদিন পূর্বে ঈদ উদযাপন করেন। সে হিসেবে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা, তাল¬ুক, খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, কুনিয়া ইউনিয়নের দৌলতপুর, কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর, হোসনাবাদ, ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর, আংগুলকাটা, হাজামবাড়ী, কালকিনির রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাশেরহাটসহ জেলার ৪০ গ্রামে এলাকা ভিত্তিক লক্ষাধিক মানুষ আজ ঈদ উদযাপন করছেন।
সুরেশ্বর পীরের অনুসারী চরকালিকাপুর গ্রামের জাকির মুন্সী বলেন, ‘ইসলাম ধর্মের সবকিছুই সৌদি আরব হয়ে বাংলাদেশে এসেছে। সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর অনুসারীরা ১৫০ বছর পূর্ব থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে রোজা রাখেন এবং ঈদ-উল-ফিতর ও ঈদ উল আযহা পালন করে আসছেন। সে অনুযায়ী আমরা আজ সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছি।’