মাদারীপুরের সন্তান রাফিয়া জাহান সেওতির সাংস্কৃতিক অঙ্গনে কৃতিত্ব

নিত্যানন্দ হালদার,মাদারীপুরঃ মাদারীপুরের সন্তান রাফিয়া জাহান সেওতি সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ এর পঞ্চম শ্রেণিতে লেখা পড়া করছে। লেখাপড়ার পাশাপাশি একজন শিশু শিল্পী হিসাবে সাংস্কৃতিক অঙ্গনে সিলেটে যথেষ্ট সুনাম অর্জন করেছে সেওতি। চিত্রাঙ্কণ,রচনা,কবিতা আবৃতি,ইসলামী সঙ্গীত,ক্বিরাত,মাসনূন দোয়া ও নাচসহ সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে এ পর্যন্ত অর্ধ শতাধিক সম্মাননা পেয়েছে সে। তার কৃতিত্ব অর্জনে বাবা,মা সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।… 
রাফিয়া জাহান সেওতি ২০১৩ সালে সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক সিরাতুন্নবী(সাঃ) ক্বিরাত অনুষ্ঠানে অংশ গ্রহন করে দ্বিতীয়,২০১৫ সালে একই প্রতিষ্ঠান থেকে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় অংশ গ্রহন করে পঞ্চম,২০১৫ সালে মহান বিজয় দিবসে সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে দ্বিতীয়,২০১৬ সালে সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক সিরাতুন্নবী(সাঃ) ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় চতুর্থ,২০১৬ সালের মহান একুশে ফেব্রুয়ারী অনুষ্ঠানে সিলেট হযরত শাহজালাল ব… 
সেওতি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি শ্রীনদী গ্রামের মোঃ রেজাউল করিমের মেয়ে।তার বাবা সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা।মা সাহেলা পারভীন একজন গৃহিনী।…