ভূমি আইন সংশোধনে নামজারীর ক্ষেত্রে দখলদারকে কম গুরুত্ব দেয়া হবে: মন্ত্রীপরিষদ সচিব

মাদারীপুর প্রতিনিধি :
নামজারীর ক্ষেত্রে বর্তমানে জমির দখলদারকে গুরুত্ব দেয়া হয়, আগামীতে এই আইন সংশোধন করা হবে। যেখানে নামজারীর ক্ষেত্রে দখলদারকে কম গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি মঙ্গলবার দুপুরে মাদারীপুরে এক মতবিনিময় সভায় একথা বলেন।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এখন মিউটেশনের ক্ষেত্রে দখলদার গুরুত্ব বহন করে। কিন্তু সংশোধন আইনে দখলদারকে গুরুত্ব কম দিয়ে বিবেচনা করা হবে। কারণ অনেক সময় দুর্বলরা দখলে নাও থাকতে পারে। এ বিষয়ে ডিসি এসপি ও সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনা চলছে। যা আগামী দু-তিন বছরের মধ্যে আইনটি চূড়ান্ত করা হবে। এতে জমির জটিলতা অনেকাংশে কমে আসবে।’
মন্ত্রীপরিষদ সচিব এসময় কৃষিখাতে নানা উন্নত জাত উদ্ভাবন করা হচ্ছে দাবী করে বলেন, নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। এতে আগামীতে যে খাদ্য ঘাটতির কথা বলা হচ্ছে তা পূরণে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার।’ অনুষ্ঠানে মাদারীপুরসহ পাঁচ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।