বিএনপির ফরিদপুরের গণসমাবেশে আওয়ামীলীগ বাঁধা দিলে পরিস্থিতি ভালো হবে না : খন্দকার মাশুকুর রহমান

মাদারীপুর প্রতিনিধি :
বাস ট্রাক বন্ধ করে বিএনপির রংপুরের গণ সমাবেশে বাঁধা দিতে পারেনি। আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির গণ সমাবেশেও বাস-পরিবহন বন্ধ করে বাঁধা সৃষ্টি করতে পারবে না। প্রয়োজনে হাজার হাজার নেতা-কর্মী পায়ে হেঁটে সভায় অংশ নিবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি রবিবার বিকেলে মাদারীপুর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এ আহবান জানান। আর এর ব্যাত্যয় হলে কঠোর আন্দোলনের ডাক দেয়ারও হুশিয়ারী দেন তিনি। আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগে তেল গ্যাস বিদ্যুতের দাম কমানোসহ নানা দাবীতে বিএনপির গণ সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি সভার আয়োজন করে মাদারীপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেনহাওলাদার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির কার্যকরী সদস্য মজিবুর রহমান প্রমূখ।

এসময় খন্দকার মাশুকুর রহমান মাশুক আরো বলেন, এক সময়ে মামলার জন্য মানুষ পায়ে হেঁটে ফরিদপুর যেতেন। প্রয়োজনে এবারও বিএনপির সমাবেশে নেতা-কর্মীরা পায়ে হেঁটে সমাবেশে যাবেন। যে করেই হোক সরকার হটাতে এ সমাবেশকে সফল করতে হবে। আওয়ামীলীগ বাস ট্রাক পরিবহন বন্ধ করে বিএনপির কোন সমাবেশকেই ব্যর্থ করতে পারেনি। আগামীতেও বিএনপির যে কোন সমাবেশে বাস ট্রাক বন্ধ করে সমাবেশ অচল করতে পারবেনা।’