প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত সচিবের উপস্থিতিতে মাদারীপুরে করোনা নিয়ে জরুরী সভা

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে করোনা পরিস্থিতি নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব এবং মাদারীপুর জেলার ত্রাণ বিতরনের মুখ্যপাত্র মো. আখতার হোসেন।
এ সময় করোনা ভাইরাসে দেশের প্রথম রোগী শনাক্ত হওয়া জেলা মাদারীপুরে রোগের সংক্রমণ, ত্রাণ বিতরণ ও স্বাস্থ্য সেবার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ত্রাণ বিতরনে অনিয়মে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন সচিব আখতার হোসেন। পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
জরুরী সভায় অংশ নেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জণ ডা. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার নাজিম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জামালউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহামন খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই।