পরীক্ষা চালুর দাবীতে মাদারীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা চালুর দাবীতে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। পরে মিছিলটি কলেজ গেট এলাকায় এসে মানববন্ধন করে। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে শিক্ষার্থীরা চলতি মার্চ মাসের মধ্যে চলমান পরীক্ষা শেষ করার দাবী জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ও জেলার গোয়েন্দা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয় তারা।
এ সময় ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অনার্স ও মাস্টার্সসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান সকল পরীক্ষা নেয়ার দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।