দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদকের মৃত্যুতে মাদারীপুরে শোকসভা

মাদারীপুর প্রতিনিধি :
দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক, মুদ্রাকর, প্রকাশক ও জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ-এর মৃত্যুতে শোকসভার আয়োজন করে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতি। বৃহস্পতিবার রাতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গোলাম মাওলা আকন্দ। দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সুবল বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন সাংবাদিক শফিক স্বপন, সাগর হোসেন তামিম, রিপন চন্দ্র মল্লিক, নাজমুল হক, সাব্বির হোসাইন আজিজ, এমদাদ খান, রাশেদ কামাল, রাকিব হাসান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ‘দেশে জঙ্গিবাদ, দুর্নীতি, অন্যায় ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ সর্বদা সোচ্চার ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারি আতিকউল্লাহ খান মাসুদ ছিলেন স্বাধীনতার স্বপক্ষের শক্তিশালী নির্ভিক সৈনিক। অসাম্প্রদায়িক চেতনায় তিনি সংবাদপত্রের জগতে দিয়ে গেছেন নতুন বার্তা। তাঁর মৃত্যুতে দেশ একজন সত্যিকারের প্রথিতযশা সম্পাদক ও একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো। জনকণ্ঠের জন্মলগ্ন থেকে দৈনিক জনকণ্ঠের সাহসী ভূমিকা নতুন প্রজন্মকে সাহসী করে তুলেছে। তিনি সর্বপ্রথম অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সমন্বয়ে দেশের ৫ স্থান থেকে একযোগে জনকণ্ঠ পত্রিকা প্রকাশ করে দেশের সংবাদপত্র শিল্পে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। তাঁর সম্পাদনার দুরদর্শিতার কারণে ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে প্রকাশনার ৩ বছরের মধ্যে দৈনিক জনকণ্ঠ দেশের শীর্ষস্থান দখল করে নেয়।’ এ সময় বক্তারা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।