গ্রেড উন্নীতকরণের দাবিতে মাদারীপুরে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি

মাদারীপুর প্রতিনিধি:
বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি মাদারীপুর শাখার উদ্যোগে সোমবার পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে। সকাল ৯টায় মাদারীপুরে কর্মরত কর্মচারীরা অফিসে হাজিরা দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে অবস্থান করেন।
এই কারণে জেলা-উপজেলায় এসব অফিসে কোনো কাজকর্ম হয়নি। একই দাবিতে গত ১৫ থেকে ১৯ নভেম্বর, ২২, ২৩ নভেম্বর কর্মবিরতী করেছে। আগামী ২৬ নভেম্বর ও ২৯ থেকে ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করবে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বিএম রাসেল, চতুর্থ শ্রেণীর কর্মচারি সমিতির সভাপতি মঞ্জুর আলী প্রমুখ।
বক্তারা জানান, প্রধানমন্ত্রী ২০১১ সালের ১৯ জুন পদবি পরিবর্তন সংক্রান্ত সার-সংক্ষেপ অনুমোদন দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। যা দ্রুত বাস্তবায়নের দাবীও জানান তারা।